মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
দাওয়াতে তাবলিগের বিশ্ব ইজতেমার প্রস্তুতি জোড়কে কেন্দ্র করে ঢাকার টঙ্গির মাঠে মাওলানা সাদ-এর অনুসারীরা রোববার (২ ডিসেম্বর ২০১৮) নিরীহ নিরস্ত্র তাবলীগী সাথি ও কুরআন-সুন্নাহর জ্ঞান অন্বেষণকারী মাদরাসা ছাত্রদের ওপর ইতিহাসের জঘন্যতম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।
আল্লামা আহমদ শফী আগামীকাল সোমবার সকাল ১০টায় দেশের প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান, বিকেল ৪টায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং প্রত্যেক মসজিদে দোয়ার কর্মসূচি পালনে সর্বস্তরের আলেম উলামা, তাবলীগী সাথী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান।
রোববার বিকেল ৫টায় আল্লামা আহমদ শফী-এর কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
উক্ত বৈঠকে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতী জসীমুদ্দীন, মাওলানা ওমর, মাওলানা ইয়াহয়া, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আনাস মাদানীসহ তাবলীগের স্থানীয় মুরব্বি ও সাথীগণ উপস্থিত ছিলেন।
আল্লামা আহমদ শফী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, রোববার সকাল থেকে মাওলানা সাদের অনুসারীরা টঙ্গীর মাঠ দখল করার জন্য মাঠে অবস্থানরত জোড়ার ইন্তাজামে কর্মরত নিরীহ নিরস্ত্র তাবলীগী সাথি ও মাদরাসা ছাত্রদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে একাধিক সাথিকে শহীদ ও তিন শতাধিক সাথীকে মারাত্মকভাবে আহত করেছে।
তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশের ইতিহাসে এর আগে আর ঘটেনি। আমি মনে করি, এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবে বিশ্বব্যাপী দাওয়াতের কাজকে স্তব্ধ করা এবং মুসলমাদের মাঝে বিভেদ বিশৃংখলা সৃষ্টির জন্য এ হামলা চালানো হয়।
সম্মিলিত উলামায়ে কেরাম মাওলানা সাদের অনুসরণ বৈধ নয় বলে ফতোয়া দেয়ার পরও কুরআন সুন্নাহর মনগড়া অপব্যাখ্যাকারী, আম্বিয়া ও সাহাবাদের শানে কটুক্তকারি, নেজামুদ্দিনের স্বঘোষিত আমির মাওলানা সাদের ইতাআতের নামে আক্রমণকারীরা হামলা চালিয়েছে। তারা যে ষড়যন্ত্রকারী ইতোমধ্যে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।
তাদের ষড়যন্ত্র বন্ধ এবং টঙ্গী মাঠে আগের মতো শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং জোড় ও বিশ্ব ইজতেমার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে সরকার, প্রশাসনের দেশবাসির প্রতি তিনি আহ্বান জানান।