ফেনীতে মোবাইল বিস্ফোরণে কলেজছাত্র নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজছাত্র দগ্ধ হয়েছেন। এরপর তাকে রোববার (২ ডিসেম্বর ২০১৮) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি ঘটে ফেনীর বিসিক শিল্প নগরীর চাড়িপুর এলাকায়। নিহত স্বপ্নীলের বাবা সুমন মজুমদার। এছাড়া স্বপ্নীল পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদারের নাতি।

পাঁচগাছিয়া বাজারের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া জানান, স্বপ্নিল মোবাইল ফোনে চার্জ দিয়ে সুইচ অন করার পর মোবাইলটি বিস্ফোরণ ঘটে। এতে স্বপ্নীল গুরুত্বর আহত হন। প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সূত্র : সময় নিউজ, ২ ডিসেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!