সংবাদদাতা ।।
সশস্ত্র বাহিনী দিবস-২০১৫ উপলক্ষে নিকলীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর নিকলী উপজেলার অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ‘‘সশস্ত্র বাহিনী কাব’’ নামের একটি অরাজনৈতিক সংগঠন নিকলী নতুন বাজারস্থ কার্যালয়ে এই আয়োজন করে। আলোচনায় বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ২১ নভেম্বর থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী একটি সুপ্রীম কমান্ডের অধীনে সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনা করে। ফলে বিজয় ত্বরান্বিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সার্জেন্ট (অবঃ) ছফির উদ্দিন সবুজ, সার্জেন্ট (অবঃ) আলহাজ মোঃ হারুন আল কাইয়ুম, সার্জেন্ট (অবঃ) শের আলী, ল্যান্স কর্পোরাল (অবঃ) কামরুল আহসান স্বাধীন প্রমুখ। আলোচনার পর মিলাদ মাহফিলে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং দেশ ও দেশের বাইরে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর শাহাদাৎ বরণকারী সকলের জন্য দোয়া করা হয়। সবশেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।