আমাদের নিকলী ডেস্ক ।।
বৃটেনের রাজপরিবারের দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। দুই বৌয়ের ঝগড়ায় শেষ পর্যন্ত রাজপরিবারে ভাঙন ধরছে। আসছে বড় দিনে একসঙ্গে দেখা যাবে না রাজপরিবারকে।
বৃটেনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাজপরিবারের দুই বধূর বিবাদ শুরু হয় মেগান মার্কেলের বিয়ের আগে থেকেই। রাজপরিবারের বৌ হবার আগেই তিনি পরিবারের মধ্যে প্রভাব খাটাতে শুরু করেছিলেন।
কেট মিডলটনের এক পরিচারিকাকে নিয়ে দুই রাজবধূর ঝগড়া শুরু হয়। ওই পরিচারিকার সাথে খারাপ ব্যবহার করেছিলেন মার্কেল। তাতে ক্ষুব্ধ হন কেট। এক পর্য়ায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে স্ত্রীর পক্ষে মুখ খোলেন প্রিন্স হ্যারি। অন্যদিকে কেটের পক্ষ নেন স্বামী উইলিয়াম। দুই বধূ থেকে ঝগড়া ছড়িয়ে পড়ে গোটা রাজপরিবারে। বর্তমানে বেশ তিক্ততা চলছে। ফলে আগামী বড়দিনের অনুষ্ঠান দুই ভাই একসাথে কাটাবেন না বলে খবরে উল্লেখ করা হয়েছে।
সম্পর্ক ভাল না থাকায় এবার বড়দিনে হ্যারি ও মেগান জুটি রাজপ্রাসাদে থাকছেন না। তারা রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। আর কেট যাবেন বাপের বাড়ি বার্কশায়ারে। যদিও রাজপরিবারের এই খবর উড়িয়ে দিয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, ৫ ডিসেম্বর ২০১৮