ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন ও শিশু ফোরামের সহযোগিতায় সোমবার (১০ ডিসেম্বর ২০১৮) সকাল ১০টায় একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি আনোয়ার পারভেজ, গ্লোরিয়া হাসদা, শিশু ফোরাম সভানেত্রী বিথি রানী প্রমুখ।

পরে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে খড়মপুর গ্রামের মিনুয়ারা ও সফল জননী নারী ক্যাটাগরিতে অমরপুর গ্রামের লাকী খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Similar Posts

error: Content is protected !!