সংবাদদাতা ।।
আগামীকাল ২৪ নভেম্বর মঙ্গলবার নিকলী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন করা হয়েছে। এই চক্ষুশিবিরে অতিদরিদ্র, ভিক্ষুক ও ভূমিহীন রোগীদের বিনামূল্যে পরামর্শ, ওষুধ, চিকিৎসা এবং চোখের ছানি অপারেশন করা হবে। এক্ষেত্রে ভিজিএফ অথবা অন্য কোনো সরকারি ভাতা/অনুদান গ্রহণকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে। সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল। সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই চক্ষু সেবাদান চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।