সংবাদদাতা ।।
নিকলী উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন অভিভাবকরা। কেন্দ্র ফি সর্বোচ্চ ১হাজার ৪শ ৪৫ টাকা নির্ধারিত হলেও বিদ্যালয়গুলো পরীক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৩ হাজারেরও বেশি ফি আদায় করছেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফি মিলিয়ে বিজ্ঞান বিভাগে ১হাজার ৪শ ৪৫টাকা, বাণিজ্য ও মানবিক বিভাগে ১ হাজার ৩শ ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ভেদে এই ফি ৩হাজার থেকে সাড়ে ৩হাজারেরও বেশি আদায় করা হচ্ছে।
এ বিষয়ে কথা হয় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সাথে। প্রতিষ্ঠান প্রধানদের অনেকে অভিযোগটি অস্বীকার করে বলেছেন, কয়েক মাসের বেতন ও বিবিধ ফিসহ ২হাজার থেকে ২হাজার ২শ পর্যন্ত নেয়া হচ্ছে। যেসব বিদ্যালয়ে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা চালু করা হয়েছে তারা বিভাগভেদে কোচিং বাবদ অতিরিক্ত ফি নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, বোর্ড নির্ধারিত ফি’র অধিক কোনো বিদ্যালয় আদায় করলে ব্যবস্থা নেয়া হবে। কোনো বিদ্যালয় অতিরিক্ত ফি নিচ্ছে আমাদেরকে তা জানানোর জন্য সকলকে অবহিত করা হয়েছে।
যে সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন সেগুলো হলো : সিংপুর আফিলউদ্দিন উচ্চ বিদ্যালয়, আলিয়াপাড়া এবি নুরজাহান উচ্চ বিদ্যালয়, দামপাড়া কেএমইউ উচ্চ বিদ্যালয়, মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, নিকলী জিসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নিকলী শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, জারইতলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রসূলপুর হানিফ ভূঞা উচ্চ বিদ্যালয় ও ছাতিরচর উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, গত বছর আদায়কৃত অতিরিক্ত ফি উচ্চ আদালত কর্তৃক পরীক্ষার্থীদের ফেরত দেয়ার নির্দেশনা সত্ত্বেও এ উপজেলার কোনো প্রতিষ্ঠান সে টাকা ফেরত দেয়নি।