সংবাদদাতা ।।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় মিঠামইন বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ অফিসসহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাজারের একটি কম্পিউটার ও মোবাইল মেরামতের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। মিঠামইনে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় স্থানীয় লোকজনের প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, অষ্টগ্রাম সার্কেল অফিসার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।