ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে “ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বেলা ১১টায় ক্লাবের অস্থায়ী কার্যালয় উপজেলা ক্যান্টিনে সিনিয়র সাংবাদিক আবু মুছা স্বপনকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রভাষক শামীম রেজা, কবি ও পালকির সম্পাদক অরিন্দম মাহমুদ, পাস্কায়েল হেমরম, রেজুয়ান আলম, মেহেদী হাসান উজ্জ্বল, রাসেল মাহমুদ, গাউছুল আজম, রাজু আহমেদ ও তৌসিফ ইসলাম প্রমুখ।

কমিটির উপদেষ্টা সহকারী অধ্যাপক কবি এস এম আব্দুর রউফ, জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে মাদকমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত সকল সাংবাদিক নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল সংগঠনের সহযোগিতা কামনা করা হয়।

Similar Posts

error: Content is protected !!