ইচ্ছে করে
আবুল কালাম আজাদ
ইচ্ছে করে
চাঁদনি রাতে বিলের জলে
শাপলা ফুলে ঢেউয়ের তালে
নাও ভাসিয়ে আপন মনে
জল তরঙ্গে ভাসতে।
ইচ্ছে করে
হিমালয়ের ওই চূড়ায় চড়ে
মেঘের ভেলা জড়িয়ে ধরে
ভালোবাসার পরশ মেখে
দু’হাত দিয়ে ছুঁইতে।
ইচ্ছে করে
গাছের ডালে পাতার আড়ে
সকল মায়া ছিন্ন করে
দোয়েল কোয়েল ঘুঘুর সাথে
দিকবিদিকে উড়তে।
ইচ্ছে করে
বৃষ্টিপড়া অলস রাতে
নিথর মনে নিরব ক্ষণে
ব্যথার কথা আশার কথা
গানের ভাষায় বলতে।