আমাদের নিকলী ডেস্ক ।।
২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অনুযায়ী ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার গত কয়েক বছরের তুলনায় কমেছে। ২০১৪ সালে এই হার ছিল সর্বোচ্চ। সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দেশের কথা থাকছে ছবিঘরে।
ইরাক
সন্ত্রাসবাদ সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ইরাক। তবে ইরাকে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা কমেছে। ২০১৭ সালে যেখানে প্রাণ হারিয়েছিলেন ৯,৭৮৩ জন, ২০১৭ এ প্রাণ হারিয়েছেন ৪,২৭১ জন। মৃত্যুর হার কমেছে ৫৬ ভাগ।
আফগানিস্তান
২০১৭ সালে আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।
নাইজেরিয়া
নাইজেরিয়ায় ২০১৬ সালের তুলনায় গত বছর নিহতের সংখ্যা শতকরা ১৬ ভাগ কমেছে। ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় সেখানে নিহত হয়েছে ১,৫৩২ জন।
সিরিয়া
সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সেখানেও বিভিন্ন হামলায় নিহতের হার ৪৮ ভাগ কমেছে।
পাকিস্তান
২০০৬ সালের পর ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় দেশটিতে সবচেয়ে কম মানুষ প্রাণ হারিয়েছে।
সূত্র : ডয়চে ভেলে, ৭ ডিসেম্বর ২০১৮