মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল (১৬ ডিসেম্বর ২০১৮) মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার (১৬ ডিসেম্বর ২০১৮) লাখাইয়ে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে মোঃ এনামুল ইসলাম বিজয় (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। অপর দুই আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল ইসলাম বিজয় উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম দাইরলের মোঃ মফু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল ইসলাম বিজয়সহ অপর দুই বন্ধু মোটরসাইকেলে করে লাখাই থেকে শাহজীবাজার যাচ্ছিলেন। তারা ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর পৌছলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে আঘাত করে। ধাক্কায় নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে এনামুল ইসলাম বিজয় ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা গুরুত্বর আহত অপর দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।