মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ শিবগঞ্জ আসনের মহাজোট মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। রোববার (১৬ ডিসেম্বর ২০১৮) রাত ৮টায় রায়নগর ইউনিয়নের মহাস্থান ত্রী-মোহনী বন্দরে এ নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
এ সময় জাতীয় পার্টি ও আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে জাতীয় পার্টির বিকল্প নেই তুলে ধরে বক্তব্য রাখেন, মহাজোট প্রার্থী জিন্নাহ্।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি ৯ বছরে দেশ পরিচালনার সময় দেশের মানুষ শান্তিতে ছিল। এ উন্নয়ন ধারা ফিরিয়ে আনতে আবারো জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাদা চৌধুরী, যুবলীগ নেতা তাজুল ইসলাম, ৮নং ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, ইউপি সসদ্য ছানাউল হক ছানা, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, জাপা নেতা গোলাম রব্বানী পুটু, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আসলাম ছালেক, মোশারফ হোসেন, মোজাফ্ফর লুৎফর রহমান, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, আবুল হোসেন খোকা, ফুল মিয়া, বাবুল মিয়া বাবু, ছাত্তার হোসেনসহ ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।