ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর ২০১৮) বেলা ১১টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদরাসার ৬ শতাধিক শিক্ষার্থী মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা পরিদর্শন করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মুকুল হোসেন, লুৎফর রহমান, খোরশেদা আলম প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক আলমগীর কবির জানান, প্রতিটি ইউনিয়নে সাধারণ গ্রেডে ২ ও ট্যালেন্টপুলে ১ এবং উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ৫ এবং প্রাথমিক পর্যায়ে ১২সহ মোট ৫০ জনকে এ বৃত্তি প্রদান করা হবে।
প্রতিমাসে সর্বোচ্চ ৮শত টাকা করে ১ বছর এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।