ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর ২০১৮) বেলা ১১টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদরাসার ৬ শতাধিক শিক্ষার্থী মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা পরিদর্শন করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, মুকুল হোসেন, লুৎফর রহমান, খোরশেদা আলম প্রমুখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক আলমগীর কবির জানান, প্রতিটি ইউনিয়নে সাধারণ গ্রেডে ২ ও ট্যালেন্টপুলে ১ এবং উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ৫ এবং প্রাথমিক পর্যায়ে ১২সহ মোট ৫০ জনকে এ বৃত্তি প্রদান করা হবে।

প্রতিমাসে সর্বোচ্চ ৮শত টাকা করে ১ বছর এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

Similar Posts

error: Content is protected !!