লাখাইয়ে বাংলাদেশ গ্রাম উন্নয়ন কর্মসূচির বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে বাংলাদেশ গ্রাম উন্নয়ন কর্মসূচির উদ্দ্যোগে লাখাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর উপজেলার স্থানীয় বুল্লা বাজারে “বাংলাদেশ গ্রাম উন্নয়ন কর্মসূচি” কার্যালয়ে মোঃ আরমান শাহ বুলবুলের সভাপতিত্বে ও মোঃ রবিউল মিয়ার উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুল্লা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজহারুল ইসলাম তাউছ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, সাংবাদিক মহসিন সাদেক, মহিউদ্দিন আহম্মেদ রিপন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি মোঃ রবিউল আলম মিয়া।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনজু মিয়া, অর্থ সম্পাদক আনোয়ার হুসেন মনজু, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র ও যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মদ, মোঃ লিটন মিয়া, মোঃ তানবির আহম্মদ, মেহদি আহসান, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজীজ, তানভির প্রমুখ।

বক্তাগণ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরত কামনা করেন এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন।

সেই সাথে গ্রামীণ জীবন মান উন্নয়নে বাংলাদেশ গ্রাম উন্নয়ন কর্মসূচি বিরাট ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুর রাজ্জাক।

Similar Posts

error: Content is protected !!