আমাদের নিকলী ডেস্ক ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বুধবার (১৯ ডিসেম্বর ২০১৮) গুলিস্তানে অবস্থিত দলটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ইশতেহার পাঠ করেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জানা গেছে, ইশতেহারে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেয়াসহ ৩৮ প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে।
এসব প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য দফাগুলো হলো :
১. সরকার পরিচালনায় ভারসাম্য ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
২. রাষ্ট্রীয় মূলনীতি অনুসরণ।
৩. মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা।
৪. দুর্নীতি মোকাবেলা।
৫. জঙ্গিবাদ দমন।
৭. ‘ডিজিটাল বাংলাদেশ’ তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ ।
৮. স্বচ্ছতা ও জবাবদিহিতা, সুশাসন ও আইনের শাসন।
৯. আইনশৃঙ্খলা।
১০. সংসদ ও নির্বাচন পদ্ধতি সংস্কার।
১১. স্থানীয় সরকার শক্তিশালীকরণ।
১২. শিক্ষা।
১৩. তরুণদের ভবিষ্যত নির্মাণ।
১৪. কর্মসংস্থান।
১৫. মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করা
জাসদ ঘোষিত নির্বাচনী ইশতেহারের পূর্ণাঙ্গ
সূত্র : কালের কণ্ঠ, ১৯ ডিসেম্বর ২০১৮