কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
ডিসেম্বরের শুরুতেই একটু একটু শীত পড়তে শুরু করলেও গত মঙ্গলবার এবং বুধবার দুইদিন হঠাৎ বৃষ্টিতে জনজীবনে চলে আসে স্থবিরতা। চলে আসে শীতের তীব্রতাও।
দুইদিন পর আজ বৃহস্পতিবার সূর্যের আলো দেখা গেলেও শীতের তীব্রতা ছিল প্রকট। যে কারণে কিশোরগঞ্জের কটিয়াদীতে গরম কাপড়ের দোকানসহ ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে প্রচণ্ড ভীড়।
গেঞ্জিপট্টি, কাপড়পট্টি, রিকশার মোড়, কলেজ রোডের বস্ত্রবিতানগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে শীতবস্ত্র বেশি কেনাকাটা করতে দেখা গেছে। ছোটদের এবং স্বল্প আয়ের মানুষদের কটিয়াদী সরকারি কলেজের ২টি গেইট সংলগ্ন ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ক্রেতাদের হিড়িক ছিল চোখে পড়ার মতো।
ফুটপাতের বিক্রেতা আলম মিয়া জানান, আজ শীতের কাপড়ই বেশি বিক্রয় হচ্ছে। দিনমজুর ক্রেতা রফিক মিয়া বলেন, আমি একটা সুইটার কিনচি দেশ্শো টেহা দিয়া। অহন এট্টু গরম অ লাগদাছে! আরামও লাগদাছে।