নিজস্ব প্রতিনিধি, কারপাশা ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (বর্তমান সংসদ সদস্য) আলহাজ মোঃ আফজাল হোসেন আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ২০১৮) নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি স্থানীয় লোকজনের দাবি-দাওয়ার কথা শোনেন ও পারস্পরিক মতবিনিময় করেন।
জাতীয় সংসদ নির্বাচনে প্রচারাভিযানের অংশ হিসেবে কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিকলী-বাজিতপুর আসনে নৌকার কাণ্ডারী আলহাজ মোঃ আফজাল হোসেন বৃহস্পতিবার গণসংযোগকালে খণ্ড খণ্ড জনসভা করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসহাক ভূইয়া, নিকলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, নিকলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি কারার শাহরিয়ার আহমেদ (তুলিপ), কারপাশা ইউনিয়ন চেয়ারম্যান ত্বাকি আমান খান (আমান), কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারিসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।
নানশ্রী চেয়ারম্যানবাজারে দিনের প্রথম সভায় নানশ্রীবাসীর পক্ষে কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে নানশ্রী দাখিল মাদরাসাকে এমপিওভুক্তকরণ, চেয়ারম্যানবাজার থেকে বড়টেক ও জালালপুর পর্যন্ত দু’টি রাস্তাকরণ উল্লেখযোগ্য। নৌকার প্রার্থী আফজাল হোসেন তার বক্তৃতায় নানশ্রীবাসীর দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে তা পূরণের আশ্বাস প্রদান করেন। প্রকল্পগুলো সম্পর্কে বিভিন্ন বরাদ্দের কথাও তিনি উল্লেখ করেন।
সেখান থেকে তিনি জালালপুরে আয়োজিত আরেক নির্বাচনী সভায় অংশ নেন। সেখানে স্থানীয়দের কিছু দাবির প্রেক্ষিতে বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করা হলে কারপাশা ইউনিয়নের অসমাপ্ত প্রতিটি কাজ আগামী দুই বছরের মধ্যে পূর্ণ করবো।
সবশেষে তিনি সহরমূল এসে জনসাধারণের কাছে মূল্যবান ভোট চান। সহরমূলের সভায় স্থানীয় ঐতিহাসিক ঈদগাহ মাঠ নির্মাণের প্রতি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। এই দাবি পূরণেও তিনি আশ্বাস দেন এবং প্রকল্পে বরাদ্দের কথা উল্লেখ করেন। এরপর তিনি সেখানে একটি ক্লাবও উদ্বোধন করেন।