নিকলীতে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ সম্পন্ন

আমাদের নিকলী ডেস্ক ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপালনের জন্য নির্ধারিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা গত সোমবার (১৭ ডিসেম্বর ২০১৮) সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ গ্রহণ করেন নিকলী সরকারি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২টি ভোটকেন্দ্রের জন্য ৩৪ জন প্রিজাইডিং অফিসার, ২১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৩৭ জন পোলিং অফিসার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

প্রশিক্ষক ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমেদ, অষ্টগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ও নিকলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা আক্তার।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : ওয়াননিউজ২৪, ১৭ ডিসেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!