ওয়াই-ফাই থেকে গতিশীল হয়ে আসছে লাই-ফাই

ইন্টারনেটের গতি নিয়ে অনেকেরই অসন্তুষ্টি দেখা যায়। সেই অসন্তুষ্টি দূর করতে এবার আসছে লাই-ফাই প্রযুক্তি। এ প্রযুক্তিতে প্রচলিত ওয়াই-ফাইয়ের চেয়ে ১০০ গুণ বেশি গতিতে চলবে ইন্টারনেট। বিবিসির এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের মোবাইল কম্যুনিকেশনের প্রধান হ্যারল্ড হ্যাসের মস্তিষ্ক প্রসূত এই লাই-ফাই প্রজেক্ট। ২০১১ সালে এক কনফারেন্সে তিনি এ বিষয়টি প্রথম আলোচনায় নিয়ে আসেন। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহারও করা হয়েছে। লাই-ফাই প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে এক গিগাবাইট পর্যন্ত ডাটা আপলোড করা সম্ভব। এ প্রযুক্তিতে প্রয়োজন একটি এলইডি লাইটের মতো আলোক মাধ্যম, ইন্টারনেট কানেকশন ও ফটো ডিটেক্টর। এ প্রযুক্তির সবচেয়ে সুবিধা হলো, এটি ওয়াই-ফাইয়ের মতো অন্য কোনো রেডিও সিগন্যালের ব্যাঘাত ঘটায় না। তাই এয়ারক্র্যাফটের মতো ক্ষেত্র যেখানে রেডিও সিগন্যাস ফ্যাক্টর সেখানে এটি ব্যবহার করা যাবে। এ প্রযুক্তির অবশ্য একটি অসুবিধাপূর্ণ দিক হলো, এটি বাইরের আলোতে ব্যবহার করা যাবে না। কারণ বাইরের আলো এতে ব্যাঘাত সৃষ্টি করবে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে এ প্রযুক্তি সর্বসাধারণের ব্যবহারযোগ্য হবে বলে আশা করা যাচ্ছে। এতে ভিডিও আপলোডের ক্ষেত্রে যে ভোগান্তি বা স্পিড সমস্যায় ভোগতে হয় তা থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা রক্ষা পাবেন বলেই মনে হচ্ছে।

সূত্র : নয়া দিগন্ত, বিবিসি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!