৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা

আমাদের নিকলী ডেস্ক ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ২০১৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর রোববার সারা দেশে সাধারণ ছুটি।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর (রোববার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সব নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!