বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ আটক ২

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাস তল্লাশী করে ২২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ ডিসেম্বর ২০১৮) দুপুর ২টায় ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ২২০ বোতল ফেন্সিডিলসহ আবুল কালাম ও লিপি ওরফে সাথী নামের এক নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যের মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

Similar Posts

error: Content is protected !!