হাটহাজারীতে আচরণবিধি লঙ্ঘনে তিন প্রার্থীর জরিমানা

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিনটি গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৩ ডিসেম্বর ২০১৮) সকালে পৌরসভার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রহুল আমিন।

তিনি বলেন, নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগে গাড়িগুলো আটক করে ভ্রাম্যমান আদালতে প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জানা যায়, তিনটি গাড়ির একটি মহাজোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রচারণার একটি পিকআপ অন্য দু’টি ইসলামী আন্দোলনের মো. রফিকের হাতপাখা ও ইসলামী ঐক্যজোটের মঈনুদ্দিন রুহির মিনার প্রচারণার দু’টি সিএনজি।

Similar Posts

error: Content is protected !!