ধানের শীষের পোস্টার ছিড়তে গিয়ে একজনের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমণিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে রাস্তার উপর ঝুলিয়ে রাখা ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়তে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মতিন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন খাঁর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

গ্রামবাসী জানান, গত শনিবার কতিপয় ব্যক্তি নৌকার পোস্টার ছিড়ে ফেলে। এর পাল্টা জবাবে সিংগাড়ি-মেন্দা পাকা রাস্তার উপর ঝুলানো বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ছিড়ে ফেলতে রবিবার রাতে আব্দুল মতিন গাছ বেয়ে একটি খড়ের পালার উপর উঠে বসেন।

এ সময় পা ফসকে নিচে পাকা রাস্তার উপর পরে যান। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। সোমবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।

আব্দুর মতিনের বড় ভাই জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র : ইত্তেফাক, ২৫ ডিসেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!