ধামইরহাটে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বিক্ষিপ্ত জনতা ট্রাকে ভাংচুর করলেও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিহারীনগর নামক স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে বিহারীনগর গ্রামের মোঃ ময়েন উদ্দিনের ছেলে ভ্যানচালক জিয়াউর রহমান (৩৫) অন্যের ধান বিক্রয়ের জন্য ভ্যানে করে ধামইরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর ব্রিজের ১০০ গজ দূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৮২) তাকে চাপা দেয়।

এতে ভ্যানচালক জিয়াউর রহমানের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, ভ্যানে ধান লোড থাকায় আকস্মিকভাবে ভ্যানের এক্সেল ভেঙ্গে যায়, আর এই মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনায় মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

Similar Posts

error: Content is protected !!