কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ২০১৮) বিকাল ৫টায় কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও মহাজোটের উদ্যোগে সর্বশেষ এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম আফজল, পাকুন্দিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, আওয়ামীলীগ প্রার্থী নূর মোহাম্মদের পত্নী ইসরাত নূর, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, লোহাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম (বিএসসি), ছাত্রলীগ নেতা এনামুল হক বাবুসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করতে শুরু করেন।
জনসভার শুরুতেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। জনসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।