“সুষ্ঠু ভোট হলে বিএনপির জয় নিশ্চিত”

আমাদের নিকলী ডেস্ক ।।

জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩০ ডিসেম্বর ২০১৮) ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) নিজ আসনে সকাল ৮টার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এখানের ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি বেগুনবাড়ি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।”

এরপর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্রে যেয়ে দেখতে পান সেখানে কোনও বুথে তাদের পোলিং এজেন্ট নেই। একটি মাত্র মহিলা বুথে পোলিং এজেন্ট আছেন।

বিএনপির সেই একমাত্র পোলিং এজেন্ট অভিযোগ করে সাংবাদিকদের বলেন, “মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখার পর আমাকে মাত্র ঢুকতে দেয়া হয়েছে।”

পরে মির্জা ফখরুল এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিমকে ফোনে অভিযোগ করেন।

সূত্র : বাংলা ট্রিবিউন, ৩০ ডিসেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!