সংবাদদাতা ।।
অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার নিকলী ও দামপাড়ায় মেলা উৎসব অনুষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকল শ্রেণীর মানুষের মিলনমেলায় পরিণত হয় এ মেলা উতসব। নিকলী উপজেলার ২জন সাধক হযরত শাহগুণ জালাল ইয়েমেনী রাহঃ ও হযরত হাজী শাহ ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজন হয় এই মেলা। হযরত শাহ গুন জালাল রাহঃ কবে নিকলীতে এসেছিলেন তা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তার সমাধি ফলকে ৮০০ হিজরী লেখা থেকে ধারণা করা যায় তিনি প্রায় ৬৩৬ বছরের আরো আগে তিনি ইসলাম প্রচারে নিকলীতে এসেছিলেন। হযরত শাহ গুন জালাল রাহঃ কোনো উত্তরাধীকারী না রেখে গেলেও উত্তর দামপাড়া সাহেব বাড়ির প্রাঙ্গনে জমে ওঠে মেলা ও ওয়াজ দোয়ার উৎসব।
অপরদিকে নিকলী সদরের হাজী সাহেব-এর ভক্তরাও আয়োজন করে মেলা ও বাউল আসর। দরগাহবাড়ীর বাতসরিক এই মেলা চলবে তিনদিনব্যাপী। দুটি মেলাতেই পার্শবর্তী থানাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
আয়োজকদের সূত্রে জানা যায়, মেলায় নির্বিঘ্নে চলাচলের জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিকলী থানা পুলিশ অতিরিক্ত টহল ব্যবস্থা করেছে।