ধামইরহাটে তিনটি ব্যাংকের মুনাফা অর্জন সোয়া ২ কোটি টাকা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে তিনটি ব্যাংক ২ কোটি ২২ লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে। জনবল কম থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবা প্রদান করায় এ বছর মুনাফা বেশি অর্জিত হয়েছে। আগামীতে জনবল বাড়ালে এবং গ্রাহকদের কাঙ্খিত সেবা প্রদান করতে পারলে অনেক বেশি মুনাফা অর্জন সম্ভব।

জানা গেছে, ধামইরহাট উপজেলা সদরে তিনটি সরকারি ব্যাংক রয়েছে। প্রতিটি ব্যাংক বছরশেষে মুনাফা অর্জন করেছে।

সোনালী ব্যাংক ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো. ফজলে রাব্বি বলেন, তার শাখা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ কোটি ৫১ লক্ষ টাকা মুনাফা করেছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক এম মুজতবা মাহফুজুল হক খান বলেন, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে তার শাখা ৫ লক্ষ ৩৬ হাজার টাকা মুনাফা অর্জন করেছে।

একইভাবে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জনতা ব্যাংক লিঃ ধামইরহাট শাখা ৬৫ থেকে ৬৬ লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে। ব্যাংকের হিসাবরক্ষক ফজলে রাব্বি নিজ চেয়ারে বসে ম্যানেজারি না করে সেবক হয়ে নিজেই গ্রাহকদের সেবা দেয়ায় তার ভূঁয়সী প্রশংসা করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ।

একটি সূত্র জানায় এসব ব্যাংকে জনবলের ঘাটতি রয়েছে। আগামীতে জনবল কাঠামো ঘাটতি না থাকলে আরও বেশি মুনাফা অর্জন করবে বলে গ্রাহকগণ মনে করছেন।

Similar Posts

error: Content is protected !!