শেখ মোবারক হোসাইন সাদী, নিজস্ব প্রতিনিধি ।।
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো জারইতলা স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব-২০১৯ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি ২০১৯) সকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন জারইতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জারইতলা স্কুল এন্ড কলেজের সভাপতি জাকির হোসেন বাতেন।
বিশেষ অতিথি ছিলেন জারইতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম মানিক। বই বিতরণ অনুষ্ঠানের সার্বিক তদারকিতে ছিলেন জারইতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল।
বই বিতরণে প্রতিষ্ঠানের সভাপতি বর্তমান সময়ে দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নে দেশনেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির জন্য নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের বিভিন্ন অবদান তুলে ধরেন।
জারইতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নতুন বই নিয়ে নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমরা যখন প্রথম বই হাতে পেতাম নতুন বইয়ের গন্ধে মন আনন্দে ভরে উঠতো।”
বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক বলেন “আমাদের সময় নতুন শ্রেণিতে উত্তীর্ণের সময় বই কিনে নিতাম। তবুও যথাসময়ে প্রয়োজনীয় বইগুলো পাওয়া যেত না। সে হিসেবে তোমরা অনেক ভাগ্যবান। বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই পাচ্ছো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”
বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল দেখা যায়। এ সময় তারা সহপাঠীদের সাথে নতুন বই হাতে আনন্দে মেতে ওঠে।
দক্ষিণ ধারীশ্বরের ৮ম শ্রেণির ছাত্রী মেহেরুন রাবিবা লাকসুর অভিব্যক্তি, “নতুন শ্রেণিতে উত্তীর্ণ এবং বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ভালোই লাগছে। আমরা সবাই আনন্দিত।”
বই বিতরণে স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করার পরও সবাইকে নতুন বই দিতে পেরে আনন্দিত হয়েছেন। এ সময় জারইতলা স্কুল এন্ড কলেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়া হয়।