আমাদের নিকলী ডেস্ক ।।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে “ইয়েস স্যার” বা “ইয়েস ম্যাডাম” বলে হাজিরা দেয়ার পরিবর্তে “জয় বাংলা” বলার প্রচলন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। ভারতের গুজরাটের স্কুলগুলোতে “ইয়েস স্যার” না বলে “জয় হিন্দ” বলার নির্দেশ জারি হওয়ার পর সোহাগ এই আহ্বান জানান।
মঙ্গলবার (১ জানুয়ারি ২০১৯) রাতে সাবেক ছাত্রলীগ সভাপতি তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান জানান। গুজরাটের স্কুলে জয় হিন্দ বলার নির্দেশনা সংক্রান্ত একটি সংবাদ শেয়ার দিয়ে সাইফুর রহমান সোহাগ লিখেছেন, বাংলাদেশেও স্কুল কলেজ এমনকি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে নাম ডাকলেই ইয়েস স্যারের বদলে “জয় বাংলা” প্রবর্তনের অনুরোধ করছি যথাযথ কর্তৃপক্ষের কাছে।
প্রসঙ্গত, বছরের প্রথম দিন থেকে ভারতের গুজরাট রাজ্যের শ্রেণিকক্ষে নাম ডাকার সময় আর “ইয়েস স্যার”, “প্রেজেন্ট স্যার” বলার পরিবর্তে “জয় হিন্দ” অথবা “জয় ভারত” বলার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিদিন স্কুলে হাজিরা দেয়ার সময় এই নিয়ম মেনে চলতে হবে শিক্ষার্থীদের। যাতে শিশু বয়স থেকে শিক্ষার্থীদের মনে দেশভক্তি জাগিয়ে তোলা যায়- সেজন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চূড়াসামা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র : ডেইলি ক্যাম্পাস, ২ জানুয়ারি ২০১৯