স্থগিত আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ

আমাদের নিকলী ডেস্ক ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে বৃহস্পতিবার (৩ জানুয়ারি ২০১৯) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে নতুন করে দাখিল করা চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক আবদুল মতিন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ নেতা শাহ মো. ইয়াকুব-উল আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হক ও জাতীয় পার্টির মঞ্জুরুল হক সাচ্চা। মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের। এ নিয়ে এ আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল আটজন।

এর আগে যাদের মনোনয়নপত্র বৈধ করা হয় তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মো. ইউনুস আলী সরকার, জাসদ মনোনীত এসএম খাদেমুল ইসলাম খুদি, জাতীয় পার্টি মনোনীত দিলারা খন্দকার, এনপিপির মো. মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলনের মো. হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

পরবর্তীতে এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জানুয়ারি এ আসনে নির্বাচন হবে। তফসিল মোতাবেক মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ২ জানুয়ারি। বৃহস্পতিবার মনোনয়ন বাছাই করা হয়েছে। প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ১১ জানুয়ারি।

সূত্র : জাগো নিউজ, ৩ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!