সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আমাদের নিকলী ডেস্ক ।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি ২০১৯) রাতে ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদানের কথা চিরকাল স্মরণ করবে।

রাষ্ট্রপতি হামিদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থতার কারণে তিনি আওয়ামী লীগের সকল নবনির্বাচিত সকল সদস্যের সাথে শপথ নিতে পারেননি। বাসস

Similar Posts

error: Content is protected !!