মহাজোটের বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান

আমাদের নিকলী ডেস্ক ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩ জানুয়ারি ২০১৯) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী জোটকে স্বাগত জানায় দেশটি।

এদিন নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই।

আমরা আশা করি নতুন সরকারের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে। পাকিস্তানের উইওন টিভির সাংবাদিক আনাস মল্লিকের এক প্রশ্নের উত্তরে ড. মুহম্মদ ফয়সল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সূত্র : যুগান্তর, ৪ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!