মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে অসহায়দের মুখে নিরব হাসি ফুটাতে সাড়া জাগিয়েছে “বাংলাদেশ গ্রাম উন্নয়ন কর্মসূচি” নামে একটি সমাজসেবা সংগঠনের যুবকদের একটি অনন্য মানবিক উদ্যোগ “মানবতার দেয়াল”।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার প্রাণকেন্দ্র বুল্লা বাজারে শীতে সুবিধাবঞ্চিতদের কষ্ট লাঘবে তারা গড়ে তুলেছেন “মানবতার দেয়াল”।
মহিউদ্দিন মুরাদ, মোঃ আনজু মিয়া, আনোয়ার হুসেন, মনজু, শিবলী ছাদিক ও মোঃ আব্দুর রাজ্জাকসহ একদল তরুণের এই প্রয়াস যা ইতিমধ্যে সাড়া জাগিয়েছে অসহায়দের প্রাণে।