আমাদের নিকলী ডেস্ক ।।
রাকেশ রোশন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো এখনও প্রাথমিক স্তরে আছে তার ক্যান্সার। হৃতিক রোশন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ক্যান্সারের জন্য সার্জারি করতে হবে তার বাবা রাকেশ রোশনকে।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে হৃতিক লিখেছেন, “আজ সকালে বাবার সঙ্গে একটা ছবি তুলতে চাইলাম। আমি জানি সার্জারির দিনও জিম মিস করবেন না বাবা। আমার দেখা সবচেয়ে শক্ত মনের মানুষ তিনি। তার গলয় স্কুয়ামস সেল কারসিনোমার প্রাথমিক স্তর ধরা পড়েছে কয়েক সপ্তাহ আগে। কিন্তু তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। তার মতো লিডার পাওয়া আমাদের পরিবারের জন্য সৌভাগ্য।
বলিউডে গত বছর থেকে একের পর এক ক্যান্সারে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ আসছে। ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাসিফা আলি, তাহিরা কাশ্যপ ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। শোনা যাচ্ছে ঋষি কাপুরেরও ক্যান্সার হয়েছে। তবে কাপুর পরিবার এই ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস
সূত্র : চ্যানেল আই অনলাইন, ৮ জানুয়ারি ২০১৯