হাওরে বোরো ধান রোপন শুরু (২টি ভিডিওসহ)

আবদুল্লাহ আল মহসিন ।।
হাওরে প্রধান ফসলই হচ্ছে ‘বোরো’ ধান। হাওরে বছরের তিনভাগ সময়ই পানি থাকে। একফসলের চাষ হয় হাওরের জমিতে। তাই বোরো চাষ চাষীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
পানি শুকিয়ে যাওয়ার পর কৃষকরা বীজতলা থেকে চারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। ভালো বীজে ফসল ভালো হয় তাই দিন-রাত কষ্ট করে বীজতলার যত্ন নেন। বীজতলায় এখন চারা বড় হয়েছে। কৃষক বীজতলা থেকে এবার চারা উপড়ানো শুরু করেছেন। সেই চারা আবার রোপন করছেন উর্বর ও চাষযোগ্য জমিতে। কনকনে ঠাণ্ডা শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সূর্য উঠার আগেই ছুটে যাচ্ছেন জমিতে।

https://youtu.be/Fs5Oncykc48

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!