আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
গতকাল শুক্রবার সকালে বগুড়া সদরের বাঘোপাড়ায় গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ব্যাংক এশিয়া বগুড়া শাখার উদ্যোগে কম্বল বিতরণ করেন বগুড়া শাখা ব্যবস্থাপক (এভিপি) মোঃ বন্দে আলী।
এসময় উপস্থিত ছিলেন আইনুল ইসলাম (এসসিও), এবিএম সিদ্দিক (এসভিপি), স্থানীয় সমাজসেবক দেলোয়ার হোসেন মণ্ডল, সকু আকন্দ, আতোয়ার রহমান, আমিনুল ইসলাম দুলাল, বাবলু, উজ্জল হোসেন, মিঠু প্রমুখ।
ব্যাংক এশিয়া বগুড়া শাখা ব্যাবস্থাপক (এভিপি) বন্দে আলী জানান, বগুড়ার পীরগাছা, সাবগ্রাম, বাহবাড়ি, জোগাছা, কুতুবপুর, দূর্গহাটা, করপুর, হরিখালি, মহিপুর, কাজীপুর সোনামুখী, নরসেতপুর, চাপাপুর ও হাটকড়ি এলাকায় ব্যাংক এশিয়া বগুড়া শাখার পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়।