সংবাদদাতা ।।
নিকলীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মর্যাদায় ঈদ মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়েছে। দিনটিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রামে ওয়াজ মাহফিল, জিকির আজকার, দোয়া, মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়েছে। ২৫শে ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় নিকলী উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে জসন জুলুস মিছিল বের করে। মিছিলটি উপজেলার দরগাবাড়ি মসজিদ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এদিকে উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদার পুড্ডা গ্রামের মোজাফরিয়া দরবার শরিফ থেকে আঃ ক্বাদির বাদশাহ মিয়া পীর সাহেবের নেতৃত্বে ও জসনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে হিলফুল ফুযুল যুব সংগের উদ্যোগে পুকুর পাড় মাদ্রাসায় হামদ নাত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।