মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শনিবার সকালে গোকুল উত্তরপাড়া বায়তুস সালাম জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব লাল মিয়ার সভাপতিত্বে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
তিনি বলেন, দুনিয়াতে সবচাইতে উত্তম স্থান হলো মসজিদ। প্রত্যেক মুসলমানের উচিত মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে সকলকে এগিয়ে আসা।
এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি সদস্য আইয়ুব খান, এমদাদুল হক দুলাল, অত্র মসজিদের সেক্রেটারি আব্দুল বাছেদ, মসজিদ কমিটির সদস্য হাফিজার রহমান, আলহাজ্ব আব্দুল আজিজ বাবুল্যা, শাহজাহান আলী, মেহেদী হাসান জুয়েল, আশরাফুল ইসলাম, আলম মিয়া, গোলাম সারোয়ার মিলন, আবুল কালাম জয়, জসিম উদ্দিন, দুদু মিয়া, আজমল হোসেন, বাদশা মিয়া, অত্র মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসেন, ইমান আলী রঞ্জু, আলম মিয়া, আজমল হোসেন, রুবেল, মানিকসহ স্থানীয় গণ্যমান্য উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা মোঃ আতিকুর রহমান।