ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
“বিশুদ্ধতার জয়গানে জেগে উঠুক মানবতা” এই শ্লোগান নিয়ে ধামইরহাটে তরুণ প্রজন্ম জেগে উঠেছে সুদৃঢ প্রতীজ্ঞায়। অসহায়, বঞ্চিত, দুঃস্থ মানুষের কাছে তারা তাদের “আস্থার হাত” বাড়িয়ে দিতে চায়। সেই চিন্তা চেতনাকে বাস্তব রূপ দিতে “আস্থার হাত” নামে নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে গতকাল (শনিবার ১২ জানুয়ারি ২০১৯) বিকেল ৪টায় ধামইরহাট ভবনে বঙ্গবন্ধু পাঠচক্রে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সুশীল সমাজকে সঙ্গে নিয়ে তরুণ প্রজন্মের ডাকে উন্মুক্ত এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি অরিন্দম মাহমুদের সভাপতিত্বে সূচনা বক্তব্য প্রদান করেন ধামইরহাট সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব মোঃ শহীদুল ইসলাম।
এ সময় সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে উপস্থিত সুধীজনদের মধ্যে সহকারী অধ্যাপক কবি এস.এস আব্দুর রউফ, সহকারী অধ্যাপক আনম আফজাল হোসেন, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আইয়ুব হোসেন, যুবলীগ সভাপতি মোঃ জাবিদ হোসনে মৃদু, সংগঠনের সদস্য মেহেদী মোর্শেদ, শাহনেওয়াজ, আনিছুর রহমান, লাইফ সেভিং অর্গানাইজেশন সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা প্রমুখ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
ধামইরহাটে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তার মধ্য থেকে “আস্থার হাত” সংগঠনটি দুঃস্থ, অসহায়, বঞ্চিত সকল মানুষের কাছে স্বচ্ছতার সাথে আস্থা অর্জন করবে বলে বক্তাগণ মনে করেন।