ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের পিড়লডাঙ্গা গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক (৪৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, ১নং ধামইরহাট ইউনিয়ন আ’লীগের কার্যনির্বাহী সদস্য মৃত ফারাজ উদ্দিনের ছেলে আব্দুর বারিক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস, জন্ডিস ও লিভারজনিত রোগে ৩ দিন পূর্বে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সুমিষ্টভাষী ও সর্বজনপ্রিয় এই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন ধামইরহাট পত্নীতলার সাংসদ হুইপ শহীদুজ্জামান সরকার, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আ’লীগ নেতা আনম আফজাল হোসেন, আজাহার আলী, ওবায়দুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাংবাদিক এম এ মালেক প্রমুখ।
সোমবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।