কটিয়াদীতে ফ্রেন্ডস ক্লাব ২০১২ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

মোজাম্মেল হক বর্ণালী, কটিয়াদী ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে শীত দিনদিন বেড়েই চলেছে। সেই সাথে কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দৈনন্দিন চলাফেরায় অত্যন্ত কষ্ট হচ্ছে।

কটিয়াদী উপজেলার অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে একঝাঁক উজ্জীবিত তরুণের ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় প্রশংসনীয়।

গ্রামের দুঃস্থ মানুষ দাম বেশি হওয়ায় শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করছেন। শীতার্ত মানুষের সেই কষ্ট লাঘবে মঙ্গলবার (১৫ জানুয়ারি ২০১৯) ফ্রেন্ডস ক্লাব ২০১২ ব্যাচের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে ১৬০টি কম্বল ও ১৪০টি অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই উদ্যোগে স্থানীয় অসচ্ছল তিনশত মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। শীতের কাপড় প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক মোঃ কমর উদ্দিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলো ফ্রেন্ডস ক্লাব ২০১২ ব্যাচের উদ্যমী তরুণ।

Similar Posts

error: Content is protected !!