বিশেষ প্রতিনিধি ।।
ঢাকায় বসবাসকারী নিকলীবাসীদের সংগঠন “ঢাকাস্থ নিকলী সমিতি”র কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা আগামী শুক্রবার (১৮ জানুয়ারি ২০১৯) আহ্বান করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন জানিয়েছেন, “ঢাকাস্থ নিকলী সমিতি”র কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক বিশেষ সভা আগামী শুক্রবার আহ্বান করা হয়েছে। এতে আলোচনার বিষয় রয়েছে- সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক, নতুন কমিটি গঠন ও বিবিধ।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠন ও সংগঠনকে আরো সুন্দরভাবে পরিচালনার জন্যে আগামী সভাটি বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শুক্রবারের এ সভাটি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এতে যথাসময়ে কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্যে তিনি অনুরোধ জানান।