শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ভায়া শিবগঞ্জ টু আমতলী সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় হাসপাতাল টু নাগর বন্দর পর্যন্ত বর্ষা মৌসুমে কয়েকবার মেরামত করে। এক পর্যায়ে ঢাকা-রংপুর সড়কের মহাস্থান মাঝিপাড়া করতোয়া নদীর উপর দীর্ঘ সেতুটি মাঝখানে পিলার দেবে যাওয়ায় সড়কটিতে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর প্রেক্ষিতে শিবগঞ্জ-আমতলী সড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে খানাখন্দকে ভরে উঠে। বর্ষা মৌসুমে সড়কটিতে পানি জমে থাকায় সাধারণ জনগণের চলাচলে ব্যাপক অসুবিধায় পড়তে হয়।
এ ব্যাপারে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় থাকায় পৌরসভা এ সড়কটির মেরামত করার ক্ষমতা রাখে না। কিন্তু সড়ক ও জনপদ বিভাগের সুদৃষ্টির কারণে অল্প কিছুদিনের মধ্যেই আবার সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। এতে করে জনসাধারণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে।
সড়কটির নির্মাণ প্রতিষ্ঠানের ঠিকাদার আলী আজগর জানান, প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এ সড়কটির সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সড়কটির নির্মাণ কাজ চলাকালীন সময় নির্মাণ কাজগুলো পরিদর্শন করেন বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তানজিমুল হক।
কাজটি তদারকি করেন বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন। সড়কটির নির্মাণ কাজে সরকারি বিধি মোতাবেক নির্মাণ সামগ্রী ব্যবহার করায় উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ প্রকাশ করেন।