কটিয়াদী প্রবীণ শিক্ষক প্রদীপ কুমার সাহা রায়ে’র পরলোকগমন

মোজাম্মেল হক বর্ণালী, কটিয়াদী ।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী পাইলট বালক উচ্চ বিদ্যালয় (বর্তমান কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের) সহকারী প্রবীণ শিক্ষক প্রদীপ কুমার সাহা রায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

১৬ জানুয়ারি (বুধবার) দুপুর ১২.৪০ মিনিটে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

শিক্ষক প্রদীপ কুমার সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেন- কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।

Similar Posts

error: Content is protected !!