কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগারের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ২০১৯) গ্রন্থাগার কার্যালয়ে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা করা হয়।
দীপশিখা গ্রন্থাগারের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কাসেম কাজী।
এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলু মেম্বার, সাবেক ইউপি সদস্য মার্জিয়া আবেদীন, সমাজসেবক সুরুজ আলী, আওয়ামী লীগ নেতা ওসমান গনি, সমাজসেবক আসাদুজ্জামান, ইকবাল, রিপন মিয়া ও মাহমুদুল হাসান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দীপশিখা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সাকিবুল হাসান সোহাগ, দীপশিখা গ্রন্থাগারের সদস্য হাসান মাহমুদ আতাউর, শাহীন মিয়া, আশরাফিজুর রহমান হৃদয়, আরমান আহমেদ শুভ, কাজী কাউসার আহমেদ, মোস্তাফিজুর রহমান রাব্বুল, শাকিল আহমেদ, ইমরানুল কবীর, আজমল আহমেদ শাকিব, আরমান আহমেদ, শরীফ আহমেদ, আকিব আহমেদ শুভ, আমানুল্লাহ্ চন্দন, নবী হোসেন বাবু, আলী হোসেন, নাহিদ মিয়া, শাকিল মিয়া প্রমুখ।