বুড়িগঞ্জে বালু উত্তোলন করতে গিয়ে দুই শ্রমিক নিহত

মহাস্থান প্রতিনিধি ।।

শুক্রবার (১৯ জানুয়ারি ২০১৯) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ছাতড়া গ্রামের পূর্বপার্শ্বে নাগর নদীতে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলন করার সময় ২০ ফুট মাটির নিচে পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

জানা যায়, বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের মৃত সিরাজ আকন্দর পুত্র নাসির উদ্দিন ছাতড়া গ্রামের পূর্ব পার্শ্বে তেতুলতল নাগর নদীতে অবৈধভাবে চুক্তিভিত্তিক বালু উত্তোলন করে আসছিলেন। শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য হেড মিস্তি মসজিদে যায়। এ সময় ১৫ থেকে ২০ ফুট নিচে পাইপ কানা হলে তা মেরামতের জন্য প্রথমে একজন শ্রমিক নিচে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

তাকে উদ্ধার করতে গিয়ে আরও একজন অজ্ঞান হয়ে পড়েন। এসময় উপরে থাকা শ্রমিকের চিৎকারে স্থানীয় জনতা ওই বোরিং থেকে দুইজন শ্রমিককে উদ্ধার করে। শিবগঞ্জ থানা পুলিশের গাড়িতে করে চিকিৎসার জন্য তুলে দেয়।

আহতদের শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা দেন। নিহতরা হলেন জয়পুরহাট জেলার ক্ষতলাল উপজেলার আলামপুর ইউনিয়নের বানিয়া চাপড় গ্রামের আমজাদ হোসেনের পুত্র খায়রুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোস্তফা সরকারের পুত্র মোশারফ হোসেন (২০)।

Similar Posts

error: Content is protected !!