ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের গুঞ্জন। গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে আলোচনা একটাই, উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে আ’লীগের ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলা মিলে ১২ জনের নাম উপজেলার সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের দীর্ঘদিনের সম্পাদক ইতিহাসবিদ অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আনম আফজাল হোসেন, পূর্ববর্তী নির্বাচনের প্রার্থী এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজাহান আলী কমল, আবু ওয়াদুদ শ্যামা, ইউনিয়ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ওসমান আলী, দলিললেখক সভাপতি ও আ’লীগ নেতা আব্দুল গফুরের নাম শোনা যাচ্ছে।
আ’লীগের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলালীগ সভানেত্রী আঞ্জুয়ারা, সাবেক সভানেত্রী কবিতা পারভীন, মহিলালীগ সম্পাদিকা আরজিনা বেগম, ফাতেমা আকতার, তমা আকতার ও সাবিনা এক্কার নাম আলোচনায় রয়েছে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই দুলাল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসানের নাম শোনা যাচ্ছে।
দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রার্থীতা ও মন্ত্রিপরিষদ গঠনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনেও চমক থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতিকে হওয়ায় তরুণ ও ইউপি চেয়ারম্যানরাও মনোনয়ন পাবার ঝুঁকি নিয়েছেন।
অপরদিকে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে এককভাবে সিনিয়র সহ-সভাপতি হান্নান দেওয়ান ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাপার সম্পাদক গোলাম রসুল ইসার নাম জানিয়েছে দলীয় সূত্র।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন প্রত্যাশী দেলদার হোসেন বলেন, “আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন সফলভাবে পাড়ি দিতে প্রস্তুত আছি।”
তবে উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল জানিয়েছেন, কেন্দ্রের সিন্ধান্ত না থাকায় ২০ দলীয় জোট বা ঐক্যফ্রন্টের কোন প্রার্থী এখন পর্যন্ত আমাদের নেই। দলীয় সিদ্ধান্ত এলে তখন প্রার্থীতা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারির ১ম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসীল ঘোষণা করার কথা কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বিভিন্ন মিডিয়ায় এলে সর্বত্রই পড়ে যায় নির্বাচনের ধুম।